অধ্যায়-০৩ঃ উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নসমূহ

প্রশ্নঃ কোড বা কম্পিউটার কোড কী?
উত্তরঃ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ, সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথকভাবে সিপিইউকে বোঝানোর জন্য বাইনারি বিট অর্থাৎ 0 বা 1 রুপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়। এই অদ্বিতীয় সংকেত হলো কম্পিউটার কোড।
প্রশ্নঃ BCD কোড কী?
উত্তরঃ দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের জন্য যে কোড ব্যবহার করা হয়, তাই BCD(Binary Coded Decimal) কোড।
প্রশ্নঃ এনকোডার কী?
উত্তরঃ যে ডিজিটাল বর্তনীর মাধ্যমে আনকোডেড ডেটা কোডেড ডেটায় পরিণত করা হয় তাকে এনকোডার বলে।
প্রশ্নঃ রেজিস্টার কী?
উত্তরঃ রেজিস্টার হলো মাইক্রোপ্রসেসরের অভ্যন্তরে অবস্থিত উচ্চ গতি সম্পন্ন মেমোরি।
প্রশ্নঃ ASCII এর পূর্ণরূপ কী?
উত্তরঃ ASCII এর পূর্ণরূপ হচ্ছে American Standard Code for Information Interchange.
প্রশ্নঃ লজিক গেইট কী?
উত্তরঃ লজিক গেইট হলো এক প্রকার যা যুক্তিমূলক সংকেতের প্রবাহ নির্বাহ করে।
প্রশ্নঃ সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কী?
উত্তরঃ কোনো সংখ্যা পদ্ধতিতে যে কয়টি মৌলিক চিহ্ন ব্যবহৃত হয় তার মোট সংখ্যাকে ঐ সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি বলে।
প্রশ্নঃ বুলিয়ান স্বতঃসিদ্ধ কী?
উত্তরঃ যোগ ও গুনের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেবরা কতকগুলো নিয়ম মেনে চলে, এই নিয়ম গুলোই হলো বুলিয়ান স্বতঃসিদ্ধ।
প্রশ্নঃ ডিকোডার কী?
উত্তরঃ ডিকোডার হলো এমন একটি ইলেকট্রনিক যন্ত্র বা ডিভাইস যা কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে।
প্রশ্নঃ ২-এর পরিপূরক কী?
উত্তরঃ কোনো বাইনারি সংখ্যার 1-এর বাইনারি পরিপূরকের সাথে 1 যোগ করলে 2 -এর বাইনারি পরিপূরক পাওয়া যায়।
প্রশ্নঃ ইউনিকোড কী?
উত্তরঃ বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারের কোডভুক্ত করার জন্য বড় বড় কোম্পানি গুলো একটি মান তৈরি করেছেন যাকে ইউনিকোড বলা হয়।
প্রশ্নঃ সংখ্যা পদ্ধতি কী?
উত্তরঃ বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অংক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিই সংখ্যা পদ্ধতি।
প্রশ্নঃ বুলিয়ান অ্যালজেবরা কী?
উত্তরঃ বুলিয়ান অ্যালজেবরা হলো যৌক্তিক চলক এবং যুক্তিমূলক অপারেশনসমূহের সহযোগে গঠিত গণিত।
প্রশ্নঃ কাউন্টার কী?
উত্তরঃ কাউন্টার হলো এমিন একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা দেওয়া ইনপুট পালসের সংখ্যা গুণতে পারে।